নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লটারির মাধ্যমে সব জেলার পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্বাচনী প্রস্তুতি বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনী তফসিল ঘোষণার কিছুদিন আগে গণমাধ্যমের উপস্থিতিতে এই লটারি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি বলেন, “প্রার্থীরা সাধারণত তাদের পছন্দের এসপি বা ওসি চান। কিন্তু এবার আমরা সম্পূর্ণ স্বচ্ছ পদ্ধতিতে লটারির মাধ্যমে এসপি ও ওসিদের বদলি করব।”
জাহাঙ্গীর আলম ব্যাখ্যা করেন, “নির্বাচনী তফসিল ঘোষণার পর এসব বদলির দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে চলে যায়। তাই আমরা আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করব। তবে নির্বাচন কমিশন চাইলে পরবর্তীতে আরও পরিবর্তন করতে পারবে।”
তিনি আরও বলেন, “ওসিদের লটারি বিভাগভিত্তিক করা হবে। জেলা প্রশাসকদের (ডিসি) ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় নিজস্ব সিদ্ধান্ত নেবে। আমরা আশা করি তারাও একই পদ্ধতি অনুসরণ করবে।”
গতকাল প্রধান উপদেষ্টার নির্বাচনী প্রস্তুতি শুরুর ঘোষণার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা ও লজিস্টিক সাপোর্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এই পদক্ষেপকে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। গত কয়েকটি নির্বাচনে প্রশাসনিক কর্মকর্তাদের বদলি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই বিতর্ক এড়াতেই এই অভিনব পদ্ধতি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।