৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৭ হিজরি

জুলাই২৪ গণঅভ্যুত্থান দিবসে পটুয়াখালী ভার্সিটিতে, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি :

জুলাই ২৪ গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ ও এন. এফ.এস অনুষদের শিক্ষার্থী মোঃ জয়ভাঙ্গী।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও পোস্ট গ্র্যাজুয়েট স্ট্যাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়।

এটি কোন হঠাৎ করে সংগঠিত ঘটনা ছিল না, বহু দিনের ক্ষোভ ও বঞ্চনার ফলেই এটি জন্ম নেয়। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন , জুলাই গণঅভ্যুত্থান এক ঐতিহাসিক এবং গৌরবময় অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

এ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটে। জুলাই ২৪ বিপ্লব আমাদের শিখিয়েছে সাহসী আন্দোলন এবং জনগণের সমন্বিত প্রচেষ্টায় অন্যায়কে পরাজিত করতে পারে। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রামান্যচিত্র মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হয়। অনুষ্ঠানে নাইমুর রহমান বেনজিন প্রযোজিত দলীয় নাটক “রক্তাক্ত জুলাই২৪” মঞ্চস্থ হয়।

পরে বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী ও সৃজনী বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top