৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৭ হিজরি

ধর্ম অবমাননার অভিযোগে ইবিতে সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:
ধর্ম অবমাননার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিন্দুধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। পরে তারা এ বিষয়ে বিচার চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; অসম্প্রদায়িক বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; এক-দুই-তিন-চার, ধর্ম অবমাননাকারী বহিষ্কার; আমার পরিচয়, আগে আমি বাংলাদেশি’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

শিক্ষার্থীরা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কিছু শিক্ষার্থী অবমাননাকর পোস্ট দিচ্ছে। এসব পোস্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে অ্যাডমিনরা আবার অ্যাপ্রুভ করছেন, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। একইসঙ্গে, যিনি ধর্ম অবমাননা করেছেন, তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি- যেন ভবিষ্যতে কেউ এমন কাজ করতে সাহস না পায়।’

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘আমরা এই বিষয়ে অভিযোগ পেয়েছি। আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, অভিযোগ ওঠা ওই পোস্টে দেখা যায়, কুরআনের সঙ্গে গীতা পাঠের দাবি অযৌক্তিক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে গীতা পাঠের দাবি প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্যের পরিপন্থি- এমন অভিমত দিতে দেখা যায়। সেখানে আরও বলা হয়, গীতা একটি সনদহীন ও গোপনীয় দর্শনের গ্রন্থ, যা সবার জন্য পাঠযোগ্য নয়। এ ছাড়াও গীতার কিছু মতবাদ- যেমন মানুষ নিজের কর্মের কর্তা নয়, পাপ-পুণ্যের দায় ব্রহ্মের ওপর বর্তায়, ঈশ্বর সর্বপ্রাণীতে বিরাজমান- এসব সাধারণ যুক্তিবোধ ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক- এসব উল্লেখ করে পোস্ট দেন এক শিক্ষার্থী। আর এ পোস্টকে অবমাননার অভিযোগ করে মানববন্ধন করা হয়

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top