মোঃ আমিরুল হক, রাজবাড়ী:
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালী ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার (০৬ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় থেকে বিজয় মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রেল গেইট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন অর রশীদ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রিংকু, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ আহম্মেদ প্রমুখ।
এসময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও রাজবাড়ী-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন সহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারীর নির্বাচনে সবাইকে নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। কোন প্রকার রাতে ভোট হবে না, গত ১৭ বছর যারা ভোট দিতে পারেনি এবার তারা ভোট দিবে। মানুষের সাথে ভালো আচরণ করবেন। কোন প্রকার খারাপ আচরণ করবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে হবে ।