মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
দীঘিনালার কবাখালী ছড়া থেকে ৯২ বছরের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। দুদিন আগে হাঁটতে বের হয়ে আর বাড়ি ফিরেননি তিনি। অবশেষে বুধবার (৬ আগস্ট) বিকেলে স্থানীয় ও ফায়ার সার্ভিসের তৎপরতায় খুঁজে পাওয়া গেল তাঁর নিথর দেহ।
নিহত বৃদ্ধার নাম শুক্র চার্য্য চাকমা। তিনি দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নলকাটা জাম্বুরা পাড়ার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তিনি প্রতিদিনের মতো হাঁটতে বের হন। কিন্তু তারপর থেকে আর তার কোনও খোঁজ মেলেনি।
মঙ্গলবার সকাল থেকে বাড়ির লোকজন এবং স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পাশের ছড়ার ধারে পড়ে থাকতে দেখা যায় তার গামছা। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনকে। ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান ছিল সীমিত পরিসরের।
অবশেষে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে, কবাখালী ছড়ার পানিতে ভেসে থাকা অবস্থায় শুক্র চার্য্য চাকমার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান। তিনি বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়ভাবে খোঁজ চালিয়েছি। শেষ পর্যন্ত ছড়া থেকেই তাকে পাওয়া গেছে।”
দীঘিনালার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে, সরকারিভাবে যতটুকু সম্ভব সহায়তা দেওয়া হবে।”
হঠাৎ এমন মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্বজনরা বলছেন—শান্ত স্বভাবের এই বৃদ্ধা ছিলেন সবার প্রিয়। তাঁর এভাবে নিখোঁজ হওয়া ও মৃত্যু সবাইকে ব্যথিত করেছে|