নিজস্ব প্রতিনিধি:
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক পত্র পাঠিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া স্বাক্ষরিত এ পত্রে বলা হয়েছে, “একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলো।” গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভাষণে এই নির্বাচনী সময়সূচি ঘোষণা করেছিলেন।
পত্রে উল্লেখ করা হয়েছে, গত ১৫ বছরে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে বাধার প্রেক্ষাপটে এবারের নির্বাচন যেন একটি মহা-আনন্দের ভোট উৎসবে পরিণত হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রত্যাশা উদ্ধৃত করে পত্রে বলা হয়েছে, “নির্বাচন যেন আনন্দ-উৎসব, শান্তি-শৃঙ্খলা, ব্যাপক ভোটার উপস্থিতি, সৌহার্দ্য ও আন্তরিকতায় অবিস্মরণীয় হয়ে ওঠে।”
সরকারের পক্ষ থেকে নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেয়া হয়েছে এই পত্রে। প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। আজকের এই পত্র সেই ঘোষণার আনুষ্ঠানিক বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। নির্বাচন কমিশন এখন থেকে নির্বাচনী প্রস্তুতি শুরু করবে বলে আশা করা হচ্ছে।