নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেছেন, রাজধানীর কে বি কনভেনশন হলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়াকে আটক করা হয়েছে।
সূত্রে জানা গেছে, সুমাইয়া জাফরিন তার স্বামী মেজর সাদিকের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতেন। গত ১ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ১৭ জুলাই মেজর সাদিককে তার উত্তরের বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
এর আগে গত সপ্তাহে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, সুমাইয়া জাফরিন দীর্ঘদিন ধরে পুলিশের নজরে ছিলেন। তার স্বামীর সঙ্গে যৌথভাবে এই বেআইনি কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের পুনর্বাসন ও পুনর্গঠনের নামে গোপন প্রশিক্ষণ কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। নিরাপত্তা বাহিনীর নজরদারিতে থাকা এসব কার্যক্রমের সঙ্গে সেনা কর্মকর্তাদের সম্পৃক্ততা দেশের নিরাপত্তা মহলে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।