রবিউল ইসলাম বাবুল, বিভাগীয প্রতিনিধি রংপুরঃ
ছাত্র জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র নেতৃত্বে র্যালিতে লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মী ও সাধারণ জনগণের মিলনে লাখো জনতার ঢল নামে।লালমনিরহাট জেলার ইতিহাসে এতবড় মিছিল এর আগে কখনও অনুঁষ্ঠিত হয়নি।
বুধবার (৬ আগস্ট) ৩ টার পরে শহরের প্রধান সড়কে র্যালিটি শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশাল জনসমুদ্রে রূপ নেয় এই বিজয় রেলী।
ব্যানার, ফেস্টুন, দলের পতাকা ও দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি বহন করে র্যালিকে উৎসবমুখর রূপে পরিণত করে নেতাকর্মীরা।
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যূথান ছিল স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে ফ্যানমসিবাদী সরকারের পতন ঘটিয়েছে।
আজ সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছাত্র জনতা সাধারণ মুক্তিকামী মানুষ ৫ আগষ্টের চেতনাকে উজ্জীবিত রাখতে জনগন বিজয়ের উল্লাসে মেতে উঠেছে। সাধারণ মানুষ ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পেতে দৃঢ়প্রতিজ্ঞ। তার প্রমাণ আজকের এই জনসমুদ্র।”
উক্ত র্যালিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সহ-জেলা উপজেলা পর্যায়ের ছাত্রদল,৷যুবদল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
অনুষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।।