৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৭ হিজরি

ছাত্র জনতার ঐতিহাসিকন গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লালমনিরহাটে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে লক্ষ জনতার বিজয় র‍্যালি অনুষ্ঠিত

রবিউল ইসলাম বাবুল, বিভাগীয প্রতিনিধি রংপুরঃ

ছাত্র জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র নেতৃত্বে র‍্যালিতে লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মী ও সাধারণ জনগণের মিলনে লাখো জনতার ঢল নামে।লালমনিরহাট জেলার ইতিহাসে এতবড় মিছিল এর আগে কখনও অনুঁষ্ঠিত হয়নি।

বুধবার (৬ আগস্ট) ৩ টার পরে শহরের প্রধান সড়কে র‌্যালিটি শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশাল জনসমুদ্রে রূপ নেয় এই বিজয় রেলী।

ব্যানার, ফেস্টুন, দলের পতাকা ও দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি বহন করে র‌্যালিকে উৎসবমুখর রূপে পরিণত করে নেতাকর্মীরা।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যূথান ছিল স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে ফ্যানমসিবাদী সরকারের পতন ঘটিয়েছে।

আজ সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছাত্র জনতা সাধারণ মুক্তিকামী মানুষ ৫ আগষ্টের চেতনাকে উজ্জীবিত রাখতে জনগন বিজয়ের উল্লাসে মেতে উঠেছে। সাধারণ মানুষ ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পেতে দৃঢ়প্রতিজ্ঞ। তার প্রমাণ আজকের এই জনসমুদ্র।”

উক্ত র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সহ-জেলা উপজেলা পর্যায়ের ছাত্রদল,৷যুবদল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

অনুষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top