৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৭ হিজরি

প্রধান উপদেষ্টার সচিবালয়ে দ্বিতীয় বৈঠক: কঠোর নিরাপত্তায় উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার সকালে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নেন। সকাল ৯টা ২৫ মিনিটে তিনি প্রেস ক্লাব সংলগ্ন ৫ নম্বর গেট দিয়ে সচিবালয়ে প্রবেশ করেন এবং সাড়ে ১০টায় নতুন নির্মিত এক নম্বর ভবনের ৫ তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার সচিবালয় আগমনকে কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এক নম্বর গেট ছাড়া অন্য কোনো গেট দিয়ে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি এবং স্টিকারবিহীন যানবাহন নিষিদ্ধ ছিল। সচিবালয়ের ভেতরে ও বাইরে বিজিবি, র্যাব ও পুলিশের কঠোর প্রহরা দেখা গেছে। সাধারণ কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে না দেওয়ায় সকাল ১১টা পর্যন্ত সাংবাদিকদেরও প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এটি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর ড. ইউনূসের সচিবালয়ে দ্বিতীয় আগমন। গত বছরের ২০ নভেম্বর তিনি ৬ নম্বর ভবনে প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠক পরিচালনা করেছিলেন। তবে নতুন ভবনে এটিই প্রথম উপদেষ্টা পরিষদের সভা।

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় নিয়মিত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতো। সরকার পতনের পর সংস্কারকৃত প্রধানমন্ত্রীর কার্যালয়কে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রূপান্তর করা হয় এবং সেখানেই বৈঠক চলছিল।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সাথে আলাদা বৈঠক করতে পারেন বলে জানা গেছে, যেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হতে পারে। নতুন ভবনে আয়োজিত এই বৈঠককে সরকারের কার্যক্রমের নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top