তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
গ্রামের জনপ্রতিনিধি হয়ে দায়িত্ব ছিল এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করা। কিন্তু সেই আস্থার জায়গায় বসেই মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাকির হোসেন নিখিল জড়িয়েছেন কোটি টাকার অবৈধ ড্রেজার (বালু উত্তোলন) বাণিজ্যে।
নদীর জায়গা দখল করে রাতদিন চলছে অবৈধ বালু উত্তোলন। এতে যেমন পরিবেশ ও নদীভাঙনের ঝুঁকি বাড়ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষক ও নদী পাড়ের মানুষ। রাস্তা কেটে ড্রেজারের পাইপলাইন, বালু ফেলে কর্দমাক্ত সড়ক, যেন নিত্যদিনের ভোগান্তি বাংলাবাজারের পশ্চিমকান্দি এলাকায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাংলাবাজার ইউনিয়নের পশ্চিম কান্দি, আশুলিরচর সহ আশপাশ এলাকায় অবৈধ ড্রেজার বানিজ্য চালিয়ে যাচ্ছেন। কৃষিজমি ভরাটের কারনে পাশে থাকা অন্য জমিও ক্ষতির মুখে পড়ছে। ব্যাহত হচ্ছে চাষাবাদ।
এলাকাবাসীর দাবি অবিলম্বে সকল অবৈধ ড্রেজার বন্ধ করতে হবে, ইউপি সদস্যসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত নিখিল মেম্বার জানান, কৃষিজমি ভরাট কিংবা শ্রেণী পরিবর্তন করতে হয় সেটার আইন আমার জানা নেই।
এত বড় পরিসরে বালু ভরাট চললেও চিতলীয়া ইউনিয়নে ভূমি অফিস নিরব ভূমিকা পালন করছে। মাঝে মাঝে লোক দেখানো অভিযান চালানো হলেও তা একদিনের মধ্যেই থেমে যায়। ফলে অবৈধ ড্রেজার ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে চিতলীয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আলমগীর সোলেমান জানান, বিষয়টি আপনার মাধ্যমে অবগত হeলাম। খোজ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।