শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :
জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখা আয়োজিত “আলোক রেখায় সাহসের গল্প” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। শাখা পরিচালক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় এবং শাখা সহকারী পরিচালক ফুয়াদ আব্দুল্লাহর ব্যবস্থাপনায় ও ধীমান ফুলকুঁড়ি সালমান রাফিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন অগ্রপথিক আব্দুর রহমান জায়েদ, সহকারী পরিচালক, ফুলকুঁড়ি আসর কুষ্টিয়া শহর শাখা, আরও উপস্থিত ছিলেন শাখার অর্থ ও ফাউন্ডেশন সম্পাদক কাজী সামিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবিন আনোয়ার প্রমুখ। আলোচনায় অতিথিরা বলেন, “একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিশুদের চেতনা ও আদর্শের ওপর। শিশুদের চিত্র ও কণ্ঠে সাহসিকতা ও ইতিহাসকে তুলে ধরা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় প্রয়াস।