৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাষ্ট্রদ্রোহ মামলায় ১২ সাবেক নির্বাচন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি:

রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি কর্তৃক দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদসহ ৯ সাবেক নির্বাচন কমিশনার ও ২ সাবেক নির্বাচন কমিশন সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, মামলার আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন এবং তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন। আদেশে ইমিগ্রেশন ও পুলিশ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মো. শাহ নেওয়াজ, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, মো. আলমগীর, মো. আনিছুর রহমান এবং সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও মোহাম্মদ সাদিক।

গত ২২ জুন বিএনপি শেরেবাংলা নগর থানায় এই মামলা দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সিইসি ও নির্বাচন কমিশনাররা সাংবিধানিক দায়িত্ব পালন না করে ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠান করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।

ইতিমধ্যে এ মামলায় সাবেক সিইসি কেএম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে। নূরুল হুদা রিমান্ডে থাকাকালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।

আদালতের এই আদেশের ফলে অভিযুক্ত সাবেক নির্বাচন কর্মকর্তাদের বিদেশ সফর ও স্থায়ীভাবে দেশত্যাগের পথ বন্ধ হয়ে গেল। আইনজীবীরা জানিয়েছেন, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top