মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
সাংস্কৃতিক বিকাশ ও নাগরিক সমাবেশ আয়োজনের সুবিধার্থে নীলফামারীতে পৌর মুক্তমঞ্চ নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে শহিদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই মুক্তমঞ্চটি আধুনিক নাগরিক সুবিধা ও স্থাপত্যশৈলীর সমন্বয়ে নির্মাণ করা হচ্ছে। এটি মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য মঞ্চায়ন, মুক্ত আলোচনা, নাগরিক সংলাপ এবং জাতীয় দিবস উদযাপনসহ বিভিন্ন কার্যক্রমের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হবে।
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী জুয়েল রানা।
এ সময় পৌর প্রশাসক সাইদুল ইসলাম বলেন, “এই মুক্তমঞ্চটি শুধু একটি অবকাঠামো নয়; এটি হবে নীলফামারীর নাগরিক ও সংস্কৃতিপ্রেমীদের জন্য এক উন্মুক্ত অভিব্যক্তির স্থান। নাট্যচর্চা, কবিতা, গান ও সংলাপের মাধ্যমে এখানকার সাংস্কৃতিক চর্চা আরও বেগবান হবে।”
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “নীলফামারীর ইতিহাস ও সংস্কৃতিকে আরও প্রাণবন্ত করে তুলতে এই মুক্তমঞ্চটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে ভবিষ্যতে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের সুযোগ সৃষ্টি হবে।”
নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। নকশায় রয়েছে আধুনিক ছাউনি, সুদৃশ্য মঞ্চমাঠ, উন্নত আলোকসজ্জা এবং প্রযোজ্য বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা।
উল্লেখ্য, নীলফামারীতে দীর্ঘদিন ধরেই একটি নির্ধারিত মুক্তমঞ্চের অভাব ছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, এই নতুন মঞ্চটি জেলার সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।