জাকির হোসেন হাওলাদার, দুমকি উপজেলা(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, একটি নির্মাণ প্রকল্পে কর্মরত ষ্টাফ সেলিম শেখ (৫৪) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৭ জুলাই বুধবার সকালে দুমকিস্থ ভাড়া বাসা থেকে অচেতন অবস্থায় নির্মাণ প্রকল্পে কর্মরত সেলিম শেখকে দুমকি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা উপস্থিত না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ থানায় নেয়।
থানা পুলিশ জানায়, সেলিম শেখের বাড়ি বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামে। পিতার নাম আলাউদ্দিন শেখ। জলিশার জেলেপাড়ায় একটি পুল নির্মাণ প্রকল্পে কাজ করতেন তিনি। কাজের সুবাদে তিনি দুমকি স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের একটি বাসায় ভাড়ায় থাকতেন।
ভোরে ঘর মালিক তার কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে অচেতন অবস্থায় দেখতে পান। প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে নেওয়া হয়। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
=
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ চলছে। তারা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।