৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৭ হিজরি

দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

বুধবার (০৬ আগস্ট) সকালে দাশুড়িয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাহাপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সন্টু সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বিএনপি নেতা শরিফুল ইসলাম তুহিন এবং দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথার বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগের প্রতিবাদে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সুলভ মালিথা বলেন যে ১লা এবং ৩রা আগস্টের পূর্ববর্তী সভা এবং সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার এবং ঘৃণার অভিযোগ আনা হয়েছিল।

তিনি আরও বলেন যে, ২০০৩ সালে যুবলীগ নেতা আব্দুল খালেক মেম্বারের হত্যা মামলায় তুহিনকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছিল এবং ২২ বছর পর তাকে খালাস দেওয়া হয়েছিল।

হাবিবুর রহমান হাবিব, শরিফুল ইসলাম তুহিন এবং সুলভ মালিথার বিরুদ্ধে কথিত ষড়যন্ত্র কোন লাভ হবে না। “শামসুদ্দিন গ্যাং” কর্তৃক হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top