নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন (৩৮)কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মসজিদ মার্কেট সংলগ্ন একটি চায়ের দোকানে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন সেদিন বিকেলে চান্দনা চৌরাস্তার ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে লাইভ সম্প্রচার করেছিলেন। রাত ৮টার দিকে তিনি নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেছিলেন, “মসজিদ মার্কেটের সামনে চায়ের দোকানে বসে আছি”। কিছুক্ষণ পরই ১০-১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে ঘিরে ধরে। প্রাণ বাঁচাতে তুহিন নিকটবর্তী একটি মুদির দোকানে আশ্রয় নিলে সন্ত্রাসীরা চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে তুহিন পরিবারসহ চান্দনা চৌরাস্তায় বসবাস করতেন। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যার কারণ ও আসামিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
মাধ্যমকর্মী ও মানবাধিকার সংগঠনগুলো এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তারা দাবি করেছে, সাংবাদিকতার দায়িত্ব পালনকালে তুহিনের হত্যাকাণ্ড মিডিয়া স্বাধীনতার উপর হুমকিস্বরূপ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় তুহিন প্রায়ই এ বিষয়ে প্রতিবেদন করতেন।
গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তুহিনের মরদেহ রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুততম সময়ে হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। সাংবাদিক সংগঠনগুলো ঘটনার তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে।