মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর , কুমিল্লা জেলা প্রতিনিধি:
মুরাদনগর উপজেলার ২১ নং বাবুটি পাড়া ইউনিয়ন ( বৈষখালী ) গ্রামে মোঃ ইব্রাহিমের (৩৫) পিতা মোঃ ইদ্রিস মিয়ার বাড়িতে পূর্ব পরিকল্পিত ভাবে আওমীলীগের সন্ত্রাসীরা হামলা চালায় ।
ঘটনার সময় মোঃ ইব্রাহিম বাজারে ছিলো খবর পেয়ে বাড়িতে ছুটে গেলে কিছু বুঝে উঠার আগেই ইব্রাহিমের উপর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে । ইব্রাহিম অভিযোগ করে বলেন আওমীলীগের সন্ত্রাসীরা তার পরিবারের উপর হামলা করে মেয়ের স্বর্ণের নেকলেস ও মেয়ের জামাতার জমি ক্রয় করার টাকা সন্ত্রাসীরা লুটপাট করে নিয়ে গেছেন।
মোঃ আবুল হাসেম অভিযোগ করেন, আওয়ামীলীগের সন্ত্রাসী আলী আহম্মদ মাহির (৩৬) নেতৃত্বে আল আমিন( ২৫) উভয় পিতা মৃত ইসমত আলী , সাইফুল ইসলাম(২২) পিতা সামছুল আলম , খাইরুল,রুবেল উভয় পিতা – শাহজাহান, রফিক( ৩৪) সিএনজি ড্রাইভার পিতা – অজ্ঞাত,সর্ব সাং- সূয্যপুর,থানা দেবিদ্বার জেলা – কুমিল্লা আলী আহম্মদ মাহি আওমীলীগের আমলে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো ।
এমন কোনো অপরাধ নেই সে করেনি । এলাকায় মাহি কিশোর গেং তৈরি করেছিলো কিশোর গেংয়ের অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিলো । ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেনি । ৫ ই আগষ্টের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই আলী আহমদ মাহিও ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন । কিন্তুু এখন আবার এলায় এসে মানুষের উপর হামলা নির্যাতন শুরু করেছে । মাহি আমাদের উপর আওমীলীগের আমলেও সন্ত্রাসী হামলা চালায়, তাদের অভিযোগ আমরা বিএনপি করি এবং কায়কোবাদ দাদাকে ভালবাসি এই হলো আমাদের অপরাধ ।
৫ ই আগষ্টের পরে আবারও মুরাদনগরে সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী সন্ত্রাসীরা । আলী আহমদ মাহি বিরুদ্ধে আওয়ালীগের সময় চাঁদাবাজি ,লুটপাট ও সন্ত্রাসীর অভিযোগ আছে এবং তার ছত্র ছায়ায় গ্রামের বহু পরিবারের উপর তার লোকজন হামলা চালিয়েছে মাহির অত্যাচারে গ্রাম থেকে ২ টি পরিবার গ্রাম ছেড়ে চলে গেছে । আবুল হাশেম অভিযোগ করেন এই অবস্থায় তিনি ও তার পরিবারের লোকজন এখন আওয়ামী সন্ত্রাসীদের প্রাণনাশের হুমকির ভয়ে আছেন।
মোঃ আবুল হাশেম মুরাদনগর থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন । এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান বলেন দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।