২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গাজীপুরে ‘ওপেন হাউজ ডে’: বিভিন্ন সমস্যার কথা জানালেন জনতা

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা পুলিশের আয়োজনে ‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার একটি ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। কোনাবাড়ী নতুন বাজার এলাকায় আয়োজিত এই সংলাপ সভায় স্থানীয় বাসিন্দারা যানজট, মাদক, জুয়া ও অপরাধ প্রবণতা বৃদ্ধিসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাসিন্দারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে রাস্তায় অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচল, ফুটপাত দখল করে অবৈধ দোকান স্থাপন এবং উল্টো পথে যানবাহন চলাচলের কারণে মারাত্মক যানজট সৃষ্টি হচ্ছে। জাতীয় গার্মেন্টস শ্রমিকজোট বাংলাদেশের কোনাবাড়ী থানা শাখার সভাপতি মো. আশরাফুজ্জামান বলেন, “কয়েকদিনের মধ্যে এলাকায় কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে। চুরি-ছিনতাই প্রতিদিনই বাড়ছে। আমরা শ্রমিকদের নিরাপত্তা চাই।”

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান সভায় বলেন, “সমাজ থেকে অপরাধ দূর করতে পুলিশ ও জনগণকে একসাথে কাজ করতে হবে। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবার সহযোগিতা কামনা করছি।”

সভায় কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন, কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, জামায়াতে ইসলামীর নেতা কবির হোসেন ও তানবিরুল ইসলাম রাজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুলিশ কর্মকর্তারা উপস্থিতদের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এই ওপেন হাউজ ডে কর্মসূচির মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি থানা পর্যায়ে পুলিশি সেবার মানোন্নয়নে স্থানীয়দের মতামত সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এলাকাবাসীরা এই ধরনের সংলাপ সভা নিয়মিত আয়োজনের অনুরোধ জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top