৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৭ হিজরি

এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ: তিমুর লেস্তেকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি:

এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল শুক্রবার তিমুর লেস্তেকে ৮-০ গোলে বিশাল ব্যবধানে হারিয়েছে। লাওসের জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশি ফুটবলাররা প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় এবং দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে ম্যাচটিকে একপেশে করে তোলে।

বাংলাদেশের পক্ষে তৃষ্ণা রানী হ্যাটট্রিক করেন, যিনি ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবেও নির্বাচিত হন। এছাড়া সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবিরন, সাগরিকা ও মুনকি আক্তারও গোল করে দলের এই বিশাল জয়ে অবদান রাখেন।

এর আগে বাছাইপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছিল। দুই ম্যাচে দুই জয় নিয়ে বাংলাদেশ এখন গ্রুপ ‘এইচ’-এর পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট।

গ্রুপের অপর ম্যাচে দক্ষিণ কোরিয়া লাওসের মুখোমুখি হবে। বাংলাদেশের শেষ ম্যাচ হবে ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এই ম্যাচের ফলাফলই নির্ধারণ করবে কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৬-এর চূড়ান্ত পর্বে যাবে। গ্রুপ রানার্স-আপ দলগুলোর মধ্যে সেরা তিনটি দলও চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

দুই ম্যাচে দুই জয় নিয়ে বাংলাদেশ এখনো চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। দলের এই অভাবনীয় সাফল্য বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যতকে আরও উজ্জ্বল করে তুলেছে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top