গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের ওয়ার্ডগুলোতে পৃথকভাবে দিনব্যাপী কর্মীসভা অনুষ্ঠিত হয়।
৮ আগস্ট (শুক্রবার) কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বপাপ্ত ) বেনজীর আহমেদ টিটো। প্রধান বক্তা ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক এবং সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, সহ-সভাপতি জাকির হোসেন জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান, সহ-সম্পাদক মোশাররফ হোসেন, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ মিনু, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।
সভায় প্রধান অতিথি বেনজীর আহমেদ টিটো ভাই বলেন, দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বিএনপির ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশের মানুষকে দুঃশাসন থেকে মুক্ত করার রূপরেখা। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই দফাগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
কর্মীসভায় কালিহাতী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।