সিহাবুল আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, ২০২৪ এর গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাজশাহীর পুঠিয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৮ আগস্ট ২০২৫ ইং শুক্রবার বিকেল ৫টায় উপজেলার শিবপুর বাজারে এ সভার আয়োজন করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রাজশাহী সরকারি সিটি কলেজের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী ও আইনজীবী জনাব মো: রেজাউল করিম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও দূর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব এনামুল হক এবং ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সোবহান মন্ডলের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সংগ্রাম ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ৪ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মাস্টার, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বুলবুল, ৪নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আলিম, সাইদুর রহমান সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।