৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৭ হিজরি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরও তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় পুলিশ আরও তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। শুক্রবার (৮ আগস্ট) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে শাহজালাল (২৫), পাবনা জেলার পাঁচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিন হাসানের ছেলে মো. ফয়সাল হাসান (২৩) এবং সুমন নামে আরেক আসামি। পুলিশ সুমনকে চাপাতি ও সুইচ গিয়ারসহ গ্রেফতার করেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত।

গ্রেফতার প্রক্রিয়া সম্পর্কে জানা যায়, শাহজালালকে ময়মনসিংহের গফরগাঁও থানার চর মসলন্দ মোড়লপাড়া থেকে আটক করা হয়। অন্যদিকে ফয়সালকে গাজীপুর নগরীর চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ের একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তার মতে, এই গ্রেফতারের মাধ্যমে তদন্তে নতুন গতি সঞ্চারিত হয়েছে।

এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে এই মামলায় চারজনকে আটক করা হয়েছিল। বর্তমানে মোট সাতজন সন্দেহভাজন পুলিশের হাতে আটক রয়েছেন। তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলেছে বলে জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top