৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার শহরে নিজ দোকানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী রুবেল নিহত

মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হয়েছেন স্থানীয় ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল (৪২)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শহরের ব্যস্ততম শমসেরনগর সড়কে অবস্থিত ‘এফ. রহমান ট্রেডিং’ দোকানের ভেতরে এই নৃশংস ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দোকানের ভেতরে দুর্বৃত্তরা রুবেলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। তার আর্তচিৎকারে আশপাশের ব্যবসায়ী ও সিএনজি চালকরা ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে।

স্থানীয়রা জানান, দোকানের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা রুবেলকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুবেল শহরের শ্যামলী এলাকার বাসিন্দা এবং কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সন্তান। দুই সন্তানের জনক রুবেল দীর্ঘদিন ধরে চৌমহনা ও শমসেরনগর রোড এলাকায় হাটওয়্যার, কাপড় ও মুদি ব্যবসা করে আসছিলেন। অতঙ্ক ও ক্ষোভে ফেটে পড়েছে ব্যবসায়ী মহল।

এ নির্মম হত্যাকাণ্ডে শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শমসেরনগর রোডের ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান।

পুলিশ জানিয়েছে, আশপাশের দোকানগুলোর সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, “ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। আশা করি দ্রুতই অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হবে।”

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা প্রত্যক্ষদর্শী, আশপাশের ব্যবসায়ী এবং যানবাহন চালকদের সঙ্গে কথা বলে তদন্ত কার্যক্রম চালাচ্ছেন।

ব্যবসায়ী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মৌলভীবাজার শহরে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top