মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
ভোক্তাবান্ধব সেবার অঙ্গীকার নিয়ে দেশের অন্যতম জনপ্রিয় সুপার শপ ‘স্বপ্ন’ নীলফামারী শহরে তাদের ৬৩৮তম আউটলেটের উদ্বোধন করেছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে শহরের জেনারেল হাসপাতাল সড়কে নতুন এই আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, সিনিয়র সাংবাদিক হাসান রাব্বী প্রধান, স্বপ্নের জোনাল ম্যানেজার নুরুন্নবী ইসলাম চয়ন এবং ফ্র্যাঞ্চাইজি বিজনেস পার্টনার আব্দুর রউফ রউফুল।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিষ্ঠানটির সফলতা, ব্যবসায়িক সমৃদ্ধি এবং স্থানীয় জনসাধারণের কল্যাণ কামনা করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “আধুনিক বিপণন ব্যবস্থার মাধ্যমে মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে স্বপ্ন একটি নির্ভরযোগ্য নাম। স্থানীয় পর্যায়ে এমন একটি ব্র্যান্ডের উপস্থিতি জনগণের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।”
স্বপ্নের ফ্র্যাঞ্চাইজি বিজনেস পার্টনার আব্দুর রউফ রউফুল জানান, এই আউটলেট থেকে ক্রেতারা ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য পাবেন। পাশাপাশি থাকছে আকর্ষণীয় ছাড়, অফার এবং পরিচ্ছন্ন ও আধুনিক পরিবেশে কেনাকাটার সুবিধা।
তিনি আরও বলেন, “স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি ভোক্তাদের সুবিধার্থে নিয়মিত নানা অফার চালু থাকবে। আধুনিক রুচি ও জীবনধারার সাথে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে এই শো-রুম। এখানে ফল-মূল, মাংস, দুধ, ডিম, চাল, ডালসহ প্রায় সব ধরণের ভোগ্যপণ্য ছাড়াও রয়েছে সৌন্দর্যচর্চা সামগ্রী, হাইজিন পণ্য, শিশুদের খাদ্য ও খেলনা।”
‘স্বপ্ন’-এর এই নতুন আউটলেট শুধু একটি বিপণি কেন্দ্র নয়; এটি জেলার ভোক্তা অধিকার সুরক্ষা, মানসম্মত পণ্যের সহজ প্রাপ্যতা এবং আধুনিক বাজার ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক আউটলেট চালু করে সুপার শপ ‘স্বপ্ন’ দ্রুত সম্প্রসারণ ঘটিয়ে চলেছে। নীলফামারীতে নতুন শাখা চালুর মাধ্যমে এবার উত্তরের জনপদেও পৌঁছে গেল দেশের অন্যতম বৃহৎ সুপার শপ নেটওয়ার্কটি।