১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৭ হিজরি

ঢাকা-১৪ আসনে মোস্তফা জগলুল পাশা পাপেলের নির্বাচনী প্রচারণার উদ্বোধন

রুবেল ফরাজি, নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর মিরপুর হযরত শাহ আলী মাজার প্রাঙ্গণ থেকে ২০২৬ সালের জাতীয় নির্বাচনের ঢাকা-১৪ আসনের আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সদস্য (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায়) এবং যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল।

জুমার নামাজ শেষে দুপুর ২টায় শুরু হওয়া এ কর্মসূচিতে বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে প্রচারণার সূচনা হয়। উদ্বোধনী বক্তব্যে মোস্তফা জগলুল পাশা পাপেল বলেন, “আমি একজন তৃণমূল থেকে বেড়ে ওঠা কর্মী। প্রতীকের আশায় রাজনীতি করি না, আমি জনগণের প্রতিনিধি হতে চাই। দেশনায়ক তারেক রহমান যদি মনে করেন, ঢাকা-১৪ আসনের জন্য আমি যোগ্য সৈনিক, তাহলে মনোনয়ন পেলে ইনশাআল্লাহ অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকব।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক উত্তরাধিকার নয়, তৃণমূল সংগ্রামের মাধ্যমেই নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। দেশনায়ক তারেক রহমান ও বিএনপি তৃণমূল থেকে উঠে আসা যোগ্য ব্যক্তিদেরই মূল্যায়ন করবে।”

বক্তৃতায় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ স্মরণ করে বলেন, “জিয়াউর রহমানের সৌদি আরবে অবস্থিত নিমগাছের মতো আমাদের মনও হতে হবে কোমল ও মানবিক। ফ্যাসিবাদী আমলে যারা প্রাণ দিয়েছেন, আমরা তাঁদের আত্মার মাগফেরাত কামনা করি।”

ঢাকা-১৪ আসনের জনগণকে উদ্দেশ করে পাপেল বলেন, “প্রতিটি মানুষের দুয়ারে সেবা পৌঁছে দেওয়া হবে। মাদক, চাঁদাবাজি ও অবৈধ দখলবাজির সঙ্গে জড়িতদের বিএনপিতে কোনো স্থান নেই। অপরাধীর পরিচয় যাই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড, থানা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ৫ আগস্ট শহীদদের স্মরণ করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। কর্মসূচির অংশ হিসেবে প্রতীকীভাবে নিমগাছ রোপণ করা হয়, যা শান্তি, ঐক্য ও পরিবর্তনের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন—ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুল হাসান শুভ্র, হানিফ মিয়া, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, শাফায়েত রাব্বি আরাফাত, দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ভুট্টো, ইয়াসিন আলী, শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী লিটন, দারুস সালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ, মিরপুর বাংলা কলেজের সদস্য সচিব ফয়সাল রেজা, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রতন, সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শাহীন, যুবদল নেতা সেলিম মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, মো: সেলিম, শাহ আলী থানা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লেলিন, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য রফিকুল ইসলাম, মির্জা মামুন, সুমন মিয়া, আজিজুর রহমান শাহিন, দারুস সালাম থানা ছাত্রদলের সাবেক সভাপতি শ্যামল আহমেদ রাসেল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি সরোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ, মিরপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ, ১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক কুদ্দুসুর রহমান বিপ্লব, ৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ রুবেল, দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক দলের নেতা হাফিজ, আক্তার হোসেন মামুন এবং দারুস সালাম থানা ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন দিপু।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top