৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তজুমদ্দিন সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মোহাম্মদ নয়ন তজুমদ্দিন ভোলা প্রতিনিধি:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিগণ। শনিবার (৯ আগস্ট) দুপুর ১২ ঘটিকায় তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিকরা বলেন করেন, হত্যাকান্ডের সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের সঠিক বিচার নিশ্চিত করতে হবে। সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।

মানববন্ধনে ‘সাংবাদিক হত্যার বিচার চাই’,মুক্ত গণমাধ্যম চর্চার সুযোগ চাই’, ‘সত্য বলা কি অপরাধ? তাহলে সাংবাদিক হত্যা কেন, এসব দাবী নিয়ে রাস্তায় দাঁড়ান সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।

মানববন্ধনে সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিপন বলেন, সাংবাদিকদের ওপর হামলা হলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা সুনিশ্চিত করার দাবি করেন। সাংবাদিক তুহিন হত্যাকান্ড শুধু একটি প্রাণহানি নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর এক নির্মম ও বর্বর আঘাত।একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার মতো ঘটনা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না।

তিনি আরো বলেন, ‘এই ঘটনা আমাদের বাকরুদ্ধ করেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব কিন্তু সেই দায়িত্ব পালনে চরম ব্যর্থতা আজ গাজীপুরের রাস্তায় সাংবাদিক তুহিনের রক্তে লেখা হয়েছে।এই দায় রাষ্ট্র কোনভাবেই এড়িয়ে যেতে পারে না।

সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফুয়াদ মুজাহিদ বলেন, প্রকাশ্যে একজন গণমাধ্যমকর্মীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় আমি নির্বাক।এটা এই সরকার ও প্রশাসনের দুর্বলতার জানান দেয়।দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠা করা না গেলে আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র কিছুই থাকবে না।’

যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান পোদ্দার বলেন ‘সাংবাদিকরা দুর্নীতি বা চাঁদাবাজির নিউজ করলেই মারধর, জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়।’ অতিদ্রুত সময়ের মধ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার সঙ্গে জড়িতদের সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সদস্য মিরাজ বলেন রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে এটা রাষ্ট্রের ব্যর্থতা।আমরা গণমাধ্যম কর্মী হিসেবে বিপদগামী মানুষগুলোর পাশে দাড়াতে গিয়ে গণমাধ্যম কর্মী যেন আসামি না হয়ে যায় এই আশা ব্যর্থ করেন উর্ধতন কর্মকর্তাদের কাছে।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রনি,সহ সাংগঠনিক সম্পাদক নাইম,মজিরুদ্দিন রায়হান, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম শাকিল, ক্রিয়া সম্পাদক রাকিবুল ইসলাম, সদস্য মেহেদী হাসান পাটোয়ারী, নুরুন্নবী রাসেল, মমিন। সাউথ নিউজ বিডির সম্পাদক মাহমুদ হোসেন, সাউথ নিউজ বিডি ক্যামেরাম্যান সাব্বির হোসেন।

আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক হেলান লিটন,যুগ্ম আহ্বায়ক মোঃফারক, আক্তার হোসেন হাওলাদার, সদস্য রুবেল চক্রবর্তী,তজুমদ্দিন টুডে প্রতিনিধি হাছনাইন দৈনিক আমার বাংলাদেশ সাংবাদিক মোহাম্মদ নয়ন সহ বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top