১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৭ হিজরি

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি হয়। এটি কেন্দ্রীয় মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আল আমীন তালুকদার। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ ইউনুস মিয়া ও রমাপদ চক্রবর্তী, প্রভাষক জসিম উদ্দিন মোল্লা, সিনিয়র শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, হেফাজতে ইসলামের নেতা কামান, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা ফয়সাল আহমদ জিহাদী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও কোষাধ্যক্ষ মোঃ মোছাব্বির, সাংবাদিক ডা. সাইদুর রহমান জিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে জাতির বিবেক রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top