৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। গত ৮ আগস্ট (বৃহস্পতিবার) গভীর রাতে, আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা জোনের বেতছড়ি সাব জোন কর্তৃক এই অভিযান পরিচালিত হয়

সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইউনুস এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী এই অভিযান পরিচালনা করে। এ সময় পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে ORIS Silver, PATRON এবং বিভিন্ন ব্র্যান্ডের হাজার হাজার প্যাকেট, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

সেনাবাহিনী সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সিগারেটসহ বিভিন্ন পণ্য চোরাইপথে আনার চেষ্টা চলছে। এসব অবৈধ পণ্য স্থানীয় বাজারে বিক্রির মাধ্যমে রাষ্ট্রের রাজস্ব ক্ষতি হচ্ছে এবং সামাজিক ক্ষতিও বাড়ছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান বন্ধে সেনাবাহিনী নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং যে কোনো মূল্যে সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top