মিজানুর রহমান চৌধুরী মিজান, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে আব্দুর রাহিম রাফি (২৫) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া।
নিহত রাফি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা এবং মৃত ছত্তার মিয়ার ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে ঘুম থেকে না ওঠায় রাফিকে ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে দরজা খুলে দেখা যায়, খাটের ওপর রক্তাক্ত অবস্থায় গলা কাটা লাশ পড়ে আছে। মূহূর্তেই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, “ঘটনাস্থলে গিয়ে আমরা এক ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কে বা কারা এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে এবং হত্যার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।