১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মানববন্ধন

আঃ রহিম, কাঠালিয়া প্রতিনিধি:
গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ১০ আগস্ট সকাল ১০টায় কাঠালিয়া প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্ট্যা ব্যাপী মানববন্ধন বক্তব্য রাখেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সহ সভাপতি মাওলানা খাইরুল আমিন হোসেন ছগির, সদস্য মোঃ ফয়সাল আহম্মদ, মোঃ সিরাজুল ইসলাম রনি সিকদার, কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষার প্রমূখ। মানববন্ধনে স্থানীয় সংবাদকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ বক্তারা বলেন, সাগর-রুনি হত্যাকাÐসহ দেশের সব সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার এখনো হয়নি। দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্যে সাংবাদিককে গলা কেটে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি। এসব ঘটনায় বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা সতর্ক করে বলেন, চুপ থাকলে আরও তুহিনদের রক্ত ঝরবে।
মানববন্ধনে কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম বলেন, তুহিন হত্যার দ্রæত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সবাইকে সোচ্চার হতে হবে, না হলে ভবিষ্যতে আরও সাংবাদিকের প্রাণহানি ঘটতে পারে। তিনি আরও বলেন-সাংবাদিকদের জন্য ঝুঁকি ভাতা চালু করতে হবে, কেননা সাংবাদিকতা একটি ঝুঁকি পেশা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট এলাকায় দুর্বৃত্তরা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে। পরদিন শুক্রবার বাসন থানায় নিহতের বড় ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top