১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

নেতৃত্বের অপরাধকর্মের দায়ভার সমর্থনকারীকে নিতে হবে -চিকনাগুলে মুফতি আলী হাসান উসামা

আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:

যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো আমানত এবং অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো খেয়ানত। আর আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দাও। সুতরাং কোন ব্যক্তি যদি আপনার সমর্থন নিয়ে নেতৃত্বের আসনে বসে অপরাধকর্ম সংঘটিত করে তাহলে তার দায় সমর্থনকারীকেও বহন করতে হবে।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক ও সিলেট ৪ আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আলী হাসান উসামা সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন খেলাফত মজলিস আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রবিবার (১০ আগস্ট) বিকাল ৫টায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঐতিহ্যবাহী চিকনাগুল বাজারে উক্ত পূর্ব নির্ধারিত পথসভা অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি ও চিকনাগুল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা জহির উদ্দিনের সভাপতিত্বে ও খেলাফত মজলিস সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাফিজ হাসান আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস।

আরো বক্তব্য রাখেন খেলাফত মজলিস জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা জোন পরিচালক মাওলানা জাহিদুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আরীফ রব্বানী, জৈন্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাসুক আহমদ, সাধারণ সম্পাদক মুফতি মাহবুব আল ফাহিম।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top