নিজস্ব প্রতিনিধি:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চিকিৎসা শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরেছেন। সফল অস্ত্রোপচারের দশ দিন পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সোমবার দিবাগত রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডা. শফিকুর রহমান তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা মঙ্গলবার একটি প্রেস ব্রিফিং করার কথা রয়েছে। ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য উন্নতি নিয়ে জামায়াত নেতারা বিস্তারিত তথ্য প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।