১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

শিবচরে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণে হামলা, আহত অন্তত ২৫

রুবেল ফরাজী, নিজস্ব প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণের সময় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় অন্তত ২৫ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকার কাজীর দোকান নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থিত নেতাকর্মীরা সন্ধ্যার পর থেকে লিফলেট বিতরণ করছিলেন। চরশ্যামাইল এলাকায় পৌঁছালে শিবচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অতর্কিত হামলা চালায়।

এসময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ২৫ জন আহত হন এবং ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন—শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, সাবেক যুগ্ম সম্পাদক সুমন ফকির, প্রচার সম্পাদক পাভেল সরদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মৃধা, কাঠালবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইমন ব্যাপারীসহ আরও অনেকে।

আহতদের অভিযোগ, “আমরা দত্তপাড়া হয়ে চরশ্যামাইল এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা মোটরসাইকেল ভেঙে ফেলে, খাল-বিল সাঁতরে অনেকেই প্রাণে বাঁচি। স্বাধীন দেশে দিনের পর দিন এভাবে অন্যায়-অবিচার চলতে পারে না। হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।”

খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, অনেকে চিকিৎসার জন্য ঢাকায় গেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top