১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত: ড. ইউনূস

নিজস্ব প্রতিনিধি:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ড. ইউনূস বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি চলছে। ব্রিফিংয়ে মালয়েশিয়ান ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে, যেখানে সম্ভাবনা অপরিসীম। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ এখন অনেক স্থিতিশীল ও ব্যবসাবান্ধব।

এছাড়া, রোহিঙ্গা সংকট নিয়ে ড. ইউনূস বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় মানবিক ও রাজনৈতিক সংকট। এই সংকট সমাধানে আঞ্চলিক সংগঠন আসিয়ানের সহায়তা প্রয়োজন বলে তিনি মত দেন। তিনি আশা প্রকাশ করেন, আসিয়ান এই সমস্যার টেকসই সমাধানে ভূমিকা রাখবে।

এর আগে, সকাল ১০টায় মালয়েশিয়ার প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিক বৈঠকে বসেন ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা, শ্রমবাজার, জ্বালানি, বিদ্যুৎ এবং রোহিঙ্গা সংকট নিয়ে সহযোগিতা বিষয়ে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া, তিনটি নোট অব এক্সচেঞ্জ স্বাক্ষরিত হয়।

প্রধান উপদেষ্টার এই তিন দিনের মালয়েশিয়া সফরের এটি ছিল প্রথম দিনের কর্মসূচি। সফরের বাকি সময়ে তিনি মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি এবং নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top