রেজুয়ান আহমেদ সৈকত, ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানান কর্মসূচির মধ্যে দিয়ে ময়মনসিংহের ত্রিশালে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।
কর্মসূচীর মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মধ্যে ক্রেস্ট প্রদান।
মঙ্গলবার(১২আগস্ট) সকাল দশটায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী। উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু আক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, মহিলা কর্মকর্তা শামীমা সুলতানা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সারোয়ার জাহান জুয়েল প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবর্গ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত ১৯ জন যুবকদের মধ্যে যুব ঋণের ১৯ লক্ষ টাকার চেক বিতরণ, সনদ বিতরণ এবং সফল যুব সংগঠক, সফল আত্মকর্মী ও সফল উদ্যোক্তাদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবকদের সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন।