১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

‘সংস্কার ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, শহীদদের রক্ত বৃথা যাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দৃঢ়ভাবে জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পাটওয়ারী তার বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ঘোষণা দেওয়া হলেও বাস্তবে তা হবে না। যদি সংস্কার কাজ সম্পন্ন না করে এই সময়ে নির্বাচন হয়, তাহলে সরকারকে আমাদের শহীদ ভাইদের রক্ত ফেরত দিতে হবে, যারা সংস্কারের জন্য প্রাণ দিয়েছেন।” তিনি আবেগাপ্লুত কণ্ঠে যোগ করেন, “যে মায়েরা তাদের সন্তানদের হারিয়েছেন, তাদের সন্তানদের ফিরিয়ে দিতে হবে সরকারকে।”

এনসিপি নেতা তার বক্তব্যে জুলাই গণহত্যার বিচার ও রাজনৈতিক সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, “একই সংস্কৃতি, একই ফ্যাসিবাদী সংবিধান এবং একই ব্যবস্থার মধ্যে দিয়ে নির্বাচন হলে আমাদের ভাইদের আত্মত্যাগ বৃথা যাবে।”

সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যদিও বিএনপি ও জামায়াত নির্বাচনের ঘোষিত সময়সূচিকে স্বাগত জানিয়েছে, এনসিপি নির্বাচনপূর্ব সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে অনড় অবস্থান বজায় রেখেছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঞ্চলের সংগঠকরা বক্তব্য রাখেন। পাটওয়ারীর এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সূত্রপাত করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top