নিজস্ব প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্লোগাননির্ভর প্রচলিত রাজনীতির দিন শেষ হয়ে গেছে। জনগণ এখন রাজনৈতিক পরিবর্তন চাইছে। মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এই সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, “স্লোগাননির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে। জনগণ এখন রাজনৈতিক পরিবর্তন চাইছে। এই আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয়, বরং প্রতিশ্রুতির বাস্তবায়নই গুরুত্বপূর্ণ।”
তিনি দেশবাসীকে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।”
তারেক রহমানের এই বক্তব্যে বিএনপির নির্বাচনী কৌশলের ইঙ্গিত পাওয়া যায়, যেখানে দলটি স্লোগানের বদলে বাস্তবসম্মত কর্মসূচির মাধ্যমে জনসমর্থন আদায়ের চেষ্টা করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।