আন্তর্জাতিক ডেস্ক:
ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র গাজায় ইসরাইলের গণহত্যা বিষয়ে মোদি সরকারের নিষ্ক্রিয়তাকে “নিন্দনীয় ও লজ্জাজনক” বলে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি অভিযোগ করেন, ইসরাইলের বর্বর হামলায় ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের নীরবতা আসলে এই অপরাধকে “পরোক্ষভাবে সমর্থন” করার শামিল।
প্রিয়াঙ্কা তার পোস্টে উল্লেখ করেন, “১৮ হাজার ৪৩০ শিশুসহ হাজার হাজার নিরীহ ফিলিস্তিনির মৃত্যু, শতাধিক মানুষের অনাহারে মৃত্যু এবং লক্ষাধিককে ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়ার এই নৃশংসতাকে নীরব সমর্থন করাও একটি অপরাধ।” তিনি প্রশ্ন তোলেন, কীভাবে একটি গণতান্ত্রিক সরকার এমন মানবিক বিপর্যয়ের মুখে নিষ্ক্রিয় থাকতে পারে।
এটি প্রথম নয় যখন প্রিয়াঙ্কা ফিলিস্তিন ইস্যুতে সরব হয়েছেন। গত ডিসেম্বরে তিনি সংসদে ফিলিস্তিনি সংহতির প্রতীক তরমুজ চিত্রিত ব্যাগ নিয়ে উপস্থিত হয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন, যাকে বিজেপি “রাজনৈতিক তোষণ” বলে আখ্যায়িত করেছিল। এর আগে ২০২৩ সালের জুনে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর “বর্বরোচিত নীতি” এবং জাতিসংঘে ভারতের ভোটদানে বিরত থাকার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক মানবাধিকার ইস্যুতে কংগ্রেসের এই সোচ্চার অবস্থান ভারতের পররাষ্ট্রনীতিতে একটি বিকল্প ধারা তৈরির প্রচেষ্টা। তবে সরকারি মহল থেকে এখনও এই অভিযোগের কোনো জবাব আসেনি। প্রিয়াঙ্কার এই বক্তব্য ভারতীয় রাজনীতিতে ফিলিস্তিন ইস্যুকে পুনরায় আলোচনায় এনেছে, বিশেষত যখন ইসরাইলের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে।