নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের বাকলিয়া থানায় এক চিকিৎসকের ওপর চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাহাত্তরপুর নুর বেগম মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী চিকিৎসক ইকবাল হোসেন ফেসবুকে পোস্ট করা ৩৬ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় নিজেকে “জীবন-মরণ সঙ্কটে” বলে উল্লেখ করেছেন।
ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয় সাক্ষীরা জানান, স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ডা. ইকবালের পরিবারের জমি দখলের চেষ্টা চালাচ্ছিল। মঙ্গলবার ভূমি অফিসের কর্মকর্তারা জমি জরিপ করতে এলে বিএনপি এর কিছু কর্মীরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ডা. ইকবালের মুখ, মাথা ও হাতে নির্যাতন চালায়। ভিডিওতে দেখা যায়, তার চশমা ভেঙে গেছে এবং মুখ থেকে রক্ত ঝরছে।
আত্মরক্ষার্থে একটি ভবনে আশ্রয় নেওয়া ডা. ইকবাল ভিডিও বার্তায় বলেন, “বিএনপির সন্ত্রাসী হারুণ ও তার সঙ্গীরা আমাকে হত্যা করতে চাইছে। আমি অবরুদ্ধ অবস্থায় আছি, দ্রুত পুলিশ পাঠান।” তিনি ফোনে বলেন, “আমাকে বাঁচান, ওরা ১০-১২ জন মিলে আমাকে মারধর করছে।”
তবে বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন ঘটনাটিকে “প্রতিবেশীদের মধ্যকার জমি সংক্রান্ত বিরোধ” বলে উল্লেখ করেছেন। তিনি জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলাকায় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে “ফ্যাসিস্ট” অপবাদ দিয়ে জমি দখল ও চাঁদাবাজি করছে। ডা. ইকবালের পরিবার এই চক্রের টার্গেটে পরিণত হয়েছে বলে তারা দাবি করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নাগরিক সমাজের পক্ষ থেকে ঘটনার তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভিডিও ফুটেজসহ অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।