১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

চিকিৎসার জন্য স্ত্রীসহ থাইল্যান্ড যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টা ১৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানিয়েছেন, ফখরুল ইসলাম আলমগীরের চিকিৎসা সংক্রান্ত এই সফর পূর্বপরিকল্পিত। গত ১৪ মে ব্যাংককের রেনিনাটাইন হাসপাতালে তার চোখের অপারেশন করা হয়েছিল এবং এবারও একই হাসপাতালে ফলো-আপ চিকিৎসা নেওয়ার জন্য তিনি যাচ্ছেন।

এটি উল্লেখযোগ্য যে, বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। তার এই চিকিৎসা সফরে রাজনৈতিক কোনো তাৎপর্য নেই বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। চিকিৎসা শেষে তিনি দ্রুত দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top