আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সিন্ধু নদের পানি প্রবাহ নিয়ে ভারতকে কঠোর হুমকি দিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) ইসলামাবাদে আন্তর্জাতিক যুব দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, “ভারত যদি আমাদের পানির প্রবাহ স্থায়ীভাবে বন্ধ করার চেষ্টা করে, তাহলে আমরা তাদের এমন শিক্ষা দেব যা তারা কখনো ভুলবে না। আমাদের পানির এক ফোঁটাও কাউকে ছিনিয়ে নিতে দেওয়া হবে না।”
এই হুমকির পটভূমিতে রয়েছে সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে চলমান বিরোধ। গত এপ্রিলে জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত চুক্তিটি স্থগিত করলে পাকিস্তানের তিনটি প্রধান নদীর প্রবাহ কমে যায়। পাকিস্তান আন্তর্জাতিক সালিশ আদালতে মামলা করে এবং ৮ আগস্ট আদালত ভারতকে চুক্তিতে ফিরে আসার নির্দেশ দেন।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সম্প্রতি ফ্লোরিডায় এক বক্তব্যে বলেন, “ভারত যদি সিন্ধু নদে বাঁধ নির্মাণ করে, আমরা ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করব। আমাদের ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই।”
অন্যদিকে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বাঁধ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। আদালত রায়ে বলেছে, ভারত চুক্তির শর্ত মেনেই কেবল বাঁধ নির্মাণ করতে পারবে।
এই সংকটে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানালেও, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের হুমকিপূর্ণ বক্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, পানিবণ্টন ইস্যুটি দক্ষিণ এশিয়ার জন্য একটি বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।