১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

একটি ধর্মভিত্তিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ এনেছেন। বুধবার (১৩ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, “একটি বিশেষ গোষ্ঠী চট্টগ্রামের চিকিৎসক ইকবাল হোসেনের ঘটনায় বিএনপিকে ফাঁসানোর চেষ্টা করছে।”

রিজভী বলেন, “চিকিৎসক নকশাবহির্ভূত ভবন নির্মাণের কারণে কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন। তিনি নিজেই নাকে রক্ত লাগিয়ে লাইভ ভিডিও করে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়েছেন।” তিনি এই ঘটনায় বিএনপির নাম জড়ানোর পেছনে “নির্বাচনী উদ্দেশ্য” থাকার ইঙ্গিত দেন।

সংবাদ সম্মেলনে রিজভী রংপুরে দুই সনাতন ধর্মাবলম্বীর মব লিঞ্চিংয়ের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, “মব ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। এমন কঠোর আইন প্রণয়ন করা হোক, যাতে কেউ স্বেচ্ছায় বিচারকের ভূমিকা নিতে না পারে।”

তিনি আওয়ামী লীগ সরকারের আমলে ফারমার্স ব্যাংকে জমা হওয়া ২ হাজার কোটি টাকা “অদৃশ্য” হওয়ার অভিযোগ তুলে বলেন, “লুটেরা টাকা উদ্ধারে সরকারের আন্তরিকতা নেই।”

নির্বাচনী ব্যবস্থা প্রসঙ্গে রিজভী দাবি করেন, “আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির জন্য দেশ প্রস্তুত নয়। যারা এ দাবি করছেন, তারা রাজনৈতিক জটিলতা সৃষ্টি করতে চাচ্ছেন।”

শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে তিনি জানান। এতে গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণেও বিশেষ প্রার্থনার ব্যবস্থা থাকবে।

রিজভীর এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সূত্রপাত করেছে। বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলো তাদের অবস্থান স্পষ্ট করতে এমন বিবৃতি দিচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top