১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৭ হিজরি

নির্বাচনকালীন সরকারে থাকছেন না আসিফ মাহমুদ: রাজনীতিতে ফেরার ইঙ্গিত

নিজস্ব প্রতিনিধি:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনকালীন সরকারে দায়িত্ব পালন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অনুষ্ঠানে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, “২০১৮ সাল থেকে আমি সক্রিয় রাজনীতিতে যুক্ত আছি। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব।”

তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ইঙ্গিত দিচ্ছে যে, তিনি নাহিদ ইসলামের মতো উপদেষ্টা পদ ছেড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে পারেন। তবে সরাসরি এনসিপিতে যোগদান বা নির্বাচনে প্রার্থী হওয়া সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি আসিফ মাহমুদ।

তিনি তার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, “প্রধান উপদেষ্টা দেশকে সেরা নির্বাচন দিতে চান। তাই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এড়াতে রাজনীতিতে সক্রিয় ব্যক্তিদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়।” তিনি মাহফুজ আলমসহ অন্য রাজনৈতিকভাবে সক্রিয় উপদেষ্টাদেরও একই পথ অনুসরণের পরামর্শ দেন।

রাজনৈতিক গুঞ্জন অনুযায়ী, আসিফ মাহমুদ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচন করতে পারেন, যদিও তিনি এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, “আমি জাতীয় পর্যায়ের রাজনীতিতে সক্রিয় থাকতে চাই। স্থানীয় পর্যায়ে নির্বাচন করা আমার জন্য সুবিধাজনক হবে না।”

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবা বিল্লাল হোসেনকে মুরাদনগরের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। আসিফ মাহমুদ এসব অভিযোগকে “রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার” আখ্যায়িত করে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, আসিফ মাহমুদ গণতান্ত্রিক ছাত্রশক্তির সাবেক নেতা ছিলেন। ২০২৩ সালের অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখার পর তিনি সরকারের উপদেষ্টা পদে নিয়োগ পান। তার এই রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত আগামী নির্বাচনে এনসিপির ভূমিকা নিয়ে নতুন আলোচনার সূত্রপাত করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top