১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

শিক্ষকদের আন্দোলন: ১২ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে

নিজস্ব প্রতিনিধি:

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আজ বুধবার (১৩ আগস্ট) সচিবালয় অভিমুখে পদযাত্রার পরিবর্তে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় মিলিত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এই প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করেন, যখন হাজারো শিক্ষক জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন।

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালে তৎকালীন সরকার ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও ২০% বৈশাখী ভাতা প্রদানের সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে জাতীয়করণের প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। গত ১২ ফেব্রুয়ারি থেকে চলমান অবস্থান কর্মসূচির ২২তম দিনে শিক্ষকদের ২৫% উৎসব ভাতা বৃদ্ধি এবং বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেওয়া হলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি।

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আমরা সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট অগ্রগতি আশা করছি। এমপিওভুক্ত শিক্ষকরা দেশের শিক্ষাব্যবস্থার মূল স্তম্ভ, অথচ বছরের পর বছর বৈষম্যের শিকার হচ্ছেন।” তিনি সতর্ক করে দেন, দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

কুমিল্লা থেকে আসা শিক্ষক আনোয়ার হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিনিধিদল পাঠানো হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা থেকে ইতিবাচক ফলাফল আসবে।

আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষকদের সম্ভাব্য পদযাত্রা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। তবে শেষ মুহূর্তে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তে পরিস্থিতি শান্ত থাকে। শিক্ষকরা এখন প্রতিনিধিদলের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন, যারা শিক্ষা উপদেষ্টার কাছ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে আসবেন বলে আশা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top