মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি:
জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেবো না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে, এই অভ্যুত্থানের প্রজন্মকে প্রতারিত করতে সকল ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। কিন্তু সমীকরণ এখনও শেষ হয়ে যায়নি। ফলে যারা এখনই মিলিয়ে ফেলেছে, তারা ভুল পথে হাটছে। গণঅভ্যুত্থানের শক্তি, তারুণ্যের শক্তি এখনও রাজপথে আছে। গত এক বছর ছাড় দিয়েছি। জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি। জুলাই সনদে কোনো ছাড় হবে না। এক পার্সেন্ট (শতাংশ) ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ এর আয়োজন করে।
এনসিপির আহ্বায়ক বলেন, যেই মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি, যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলবো,
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের এক বছর পার হয়েছে। আমরা হিসাব–নিকাশ করছি যে, এই এক বছরে আমরা কী পেলাম, দেশ কতটুকু পরিবর্তন হলো। এই হিসাব না করলে আমরা বুঝবো না আমাদের আগামীর দায়িত্ব কী। গণঅভ্যুত্থানের এক বছরের আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। যেই নতুন বন্দোবস্তের জন্য আমরা লড়াই করেছিলাম, জীবন দিয়েছিলাম, সেই নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ আমরা পাইনি।
ফলে আমাদের গণঅভ্যুত্থান সমাপ্ত হয়নি। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর বাকশাল কায়েম হয়েছিল। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর ছাত্রদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রক্ষা করা হয়নি।