১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে এবার রাস্তায় নামলেন শিক্ষার্থীরা

আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:

গতকাল (১২ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনব বড়ুয়া এবং অন্যান্য শিক্ষকদের উপর স্থানীয় আওয়ামী লীগ নেতা চৌধুরী রাশেদুল আবেদীন মাহমুদ (রাশেদ চৌধুরী) কর্তৃক হামলার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদে ফেটে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিদ্যালয় সামনের সড়কে তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। বক্তারা হামলাকারীর কঠোর বিচার দাবি করে বলেন, রাশেদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আফতাব উদ্দিন চৌধুরীর ভাতিজা এবং বর্তমান স্থানীয় আওয়ামী লীগের নেতা হলেও তিনি দীর্ঘদিন ধরে বেপরোয়া আচরণ করে আসছেন। অন্যান্য বখাটেরা পালিয়ে গেলেও তার মতো বদমেজাজি ব্যক্তি প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে শিক্ষকদের উপর হামলা চালাচ্ছে—এটি প্রশাসনের ব্যর্থতার স্পষ্ট প্রমাণ।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে সৈয়দ মুহাম্মদ ইউছুপ, কামরুল হায়দার, ফোরকান উদ্দিন মান্নান, সৈয়দ আজগর, সৈয়দ নুরুল হুদা, গোবিন্দ দাস, শহিদ স্যার, আবু তৈয়ব ও আলমগীর।

অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীর পক্ষে বক্তব্য দেন নাজমুল হক লিটন। অত্র বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জসিম উদ্দিন, রতন কান্তি চৌধুরী, মাওলানা মাহতাব উদ্দিন ও আহমদ আল মামুন সিকদার। বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অতুল বড়ুয়া। বক্তারা বলেন, “শিক্ষকদের উপর হামলা মানে শিক্ষা ব্যবস্থার উপর হামলা।

আমরা এমন ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করছি।” তারা আরও উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এসময় শিক্ষার্থীরা রাশেদ চৌধুরীর শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন, যা পুরো বিদ্যালয় প্রাঙ্গণ প্রকম্পিত করে তোলে। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী তার অফিসিয়াল ফেসবুক পেজে জানান, “হাইদচকিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সিভিল সার্জনের সহযোগিতায় চিকিৎসা শুরু হয়েছে।” বর্তমানে আহত প্রধান শিক্ষক মৃত্যুশয্যায় চিকিৎসাধীন রয়েছেন, যা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ফটিকছড়ি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাজ্জাক জানান, বিদ্যালয়ে এসে বিভিন্ন বিষয়ে অন্যায় হস্তক্ষেপ ও সম্পদ জবরদখল নিয়ে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকের সাথে রাশেদের কথা কাটাকাটির একপর্যায়ে তিনি প্রধান শিক্ষকসহ আরও দুই শিক্ষককে কিল-ঘুষি মেরে আহত করেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে, মামলা নং ৭ (১২/৮/২৫ইং)।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top