১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

কালুখালীর মাঝবাড়ি হুরুন্নেছা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

মোহাম্মদ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের হুরুন্নেছা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ি জাহানারা বেগম ডিগ্রী কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। সকালে দুইটি খেলাই প্রথমে হুরুন্নেছা স্মৃতি উচ্চ বিদ্যালয় এর সপ্তম শ্রেণি ফুটবল একাদশ ও দশম শ্রেণী ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

দশম শ্রেণী ফুটবল একাদশের খেলোয়ারগণ হলো, সাগর, রবিন, আরমান, নাঈম, অপি, রিয়াজ, রিহাদ, সলেমান, জিল্লু ও নাফিজ।
সপ্তম শ্রেণী ফুটবল একাদশের খেলোয়ারগণ হলো, সুব্রত, আমিন, সিহাব, ইব্রাহিম, অনিক, অনন্ত, ফারহান, তামিম, তাসকিন, মাহিম,সিয়াম ও আহাদ।

খেলায় সার্বিকভাবে সহযোগিতা করেন বিদ্যালয়ের ক্রীড়াশিক্ষক সন্ধ্যা রানী সরকার।

খেলায় সপ্তম শ্রেণী ফুটবল একাদশকে ২ – ০ গোলে পরাজিত করে দশম শ্রেণী ফুটবল একাদশ বিজয়ী হয়।

দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের নবম শ্রেণী ফুটবল একাদশ ও অষ্টম শ্রেণী ফুটবল একাদশ।
নবম শ্রেণী ফুটবল একাদশের খেলোয়ারগণ হলো, পারভেজ, রিয়াজ, আপন, মুবাসের, রাসের, শহিদ, সোহেল, ইকরাম, রাব্বি, জামাল, সিফাত, বিশাল, জীবন ও সাব্বির।

অষ্টম শ্রেণী ফুটবল একাদশের খেলোয়ারগণ হলো, ফরহাদ, রিফাত, রিমন, জাকির, আব্দুল্লাহ্, তানবিন, ফাহিম, জুবায়ের, বক্কার, রায়হান, মাহিন, সবুজ ও রাসেল।

দ্বিতীয় খেলায় নবম শ্রেণী একাদশ অষ্টম শ্রেণী একাদশকে ১ – ০ গোলে হারিয়ে বিজয় অর্জন করেন।

মাঝবাড়ী হুরুন্নেছা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান খান বলেন, ছাত্রদের মধ্যে শিক্ষার মান উন্নয়ন ও সুষ্ঠু মানসিকতা সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয়ের সকল শিক্ষকদের সার্বিক সহযোগিতায় প্লাস ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় প্রতিটি ক্লাস প্রতিটি ক্লাসের সঙ্গে অংশগ্রহণ করে। পয়েন্ট ভিত্তিক খেলায় যে দুটি দল এগিয়ে থাকবে তাদের মধ্যেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলোয়াড় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখানে সবাই একই বিদ্যালয়ের শিক্ষার্থী। আমি চাই তোমরা খেলাটি যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে শেষ করতে পারো। খেলা মানে প্রতিদ্বন্দ্বিতা আর প্রতিদ্বন্দ্বিতায় যে দল বিজয়ী হবে তা সবাইকে মেনে নিতে হবে। আর আগামীতে যাতে তোমরা ভালো করতে পারো সেজন্য খেলার মধ্যে থাকতে হবে। খেলা পরিচালনাকারী রেফারি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটাই সঠিক বলে বিবেচিত হবে।

এসময় হুরুন্নেছা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক সরকার, আশুতোষ বিশ্বাস, রফিকুল ইসলাম, রাজা, সরজিৎ কুমার, বিউটি খাতুন, নাছিমা আক্তার, আনোয়ারা বেগম, তাসলিমা আক্তার সহ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

খেলা দুইটি পরিচালনা করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদিত রেফারি মোঃ নুরুল ইসলাম নূরু তাকে সহযোগিতা করেন মোহাম্মদ নাহিদুল মল্লিক ও মোহাম্মদ রাশেদ শেখ।

কমিটির সাথে আলোচনা করে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে যে দুই দল অংশগ্রহণ করবে তারা হলো দশম শ্রেণী ফুটবল একাদশ ও নবম শ্রেণী ফুটবল একাদশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top