নিজস্ব প্রতিনিধি:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরেছেন। বুধবার (১৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
গত সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৫০ মিনিটে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় পৌঁছান। বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।
সফরকালে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং বিভিন্ন উচ্চপর্যায়ের সভায় অংশ নেন। সফরের শেষ দিনে মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করে।
প্রধান উপদেষ্টার এই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, শ্রমবাজার, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
অধ্যাপক ইউনূসের এই সফরকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সফর শেষে তিনি বাংলাদেশে ফিরে বিভিন্ন নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সফরের ফলাফল নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।