নিজস্ব প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্রের পর এবার জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় ব্যাপক পাথর লুটের ঘটনা ঘটছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে সংঘবদ্ধ চক্র বড় বড় পাথর তুলে নিয়ে যাচ্ছে। দিনের বেলাতেও তারা প্রকাশ্যে এই অপকর্ম চালাচ্ছে।
এতে পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য যেমন বিনষ্ট হচ্ছে, তেমনি পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়েছে। ক্ষুব্ধ পর্যটকরা জানান, “এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করে ফেলা হচ্ছে। প্রশাসন নিষ্ক্রিয় থাকায় লুটেরা চক্র দিনদিন বেপরোয়া হয়ে উঠছে।”
প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাথর লুট রোধে টহল বৃদ্ধি করা হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, শুধুমাত্র টহল বাড়ালেই এই সমস্যার স্থায়ী সমাধান হবে না।
উল্লেখ্য, সাদাপাথর পর্যটনকেন্দ্রে ব্যাপক পাথর লুটের ঘটনায় ইতিমধ্যেই দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। বুধবার (১৩ আগস্ট) দুদকের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও সমন্বিতভাবে তদন্ত করছেন।
পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, পাথর লুটের এই তাণ্ডব যদি অবিলম্বে বন্ধ না হয়, তাহলে সিলেটের পর্যটন শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।