১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৭ হিজরি

বিসিবি সভাপতি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করলেন ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি এক টকশোতে তিনি জানান, “ক্রিকেটের উন্নয়নের চেয়ে বিসিবি নির্বাচনের প্রস্তুতিতে বেশি মনোযোগ দেওয়ায় ফারুক আহমেদকে প্রতিস্থাপন করা হয়েছে।”

গত বছর আগস্টে কোটা সংস্কার আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তন হলে ফারুক আহমেদকে বিসিবি সভাপতি করা হয়েছিল। ২৮১ দিন দায়িত্ব পালনের পর চলতি বছরের মে মাসে তাকে সরিয়ে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়। নাজমুল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহাকে সহসভাপতি করা হয়।

ক্রীড়া উপদেষ্টা দাবি করেন, “ফারুক আহমেদ ক্রিকেট উন্নয়নের চেয়ে ক্লাবগুলোর সমর্থন আদায়ে বেশি ব্যস্ত ছিলেন। আমরা গঠনতন্ত্র অনুযায়ীই জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন প্রত্যাহার করে নতুন সভাপতি নিয়োগ দিয়েছি।”

৫৭ বছর বয়সী আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার এবং হাইপারফরম্যান্স প্রোগ্রামের দায়িত্বে ছিলেন। আগামী অক্টোবরে বিসিবির নির্বাচনের আগে মাত্র চার মাসের জন্য তিনি এই দায়িত্ব পেয়েছেন।

বিসিবি সূত্রে জানা গেছে, আমিনুলের নিয়োগকে ক্রিকেট প্রশাসনে পেশাদারিত্ব ফিরিয়ে আনার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এই পরিবর্তন নিয়ে ক্রিকেট মহলে নানা মতবিরোধও রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top